শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


তুরস্কে যাত্রীবাহী বিমান আছড়ে পড়ে তিন খণ্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০২০


ডেস্ক রিপোর্টঃ

তুরস্কের ইস্তাম্বুলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তে ১২০ জন গুরুতর আহত হয়েছে। প্যাগাসাস এয়ারলাইনসের বিমানটিতে ১৭১ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। স্থানীয় সময় বুধবার বিমানটি তুরস্কের পশ্চিমে ইজমির শহর থেকে যাত্রা করে সাবিহা গোকসেন বিমানবন্দরে অবতরণ করছিল। বৈরী আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে সেখানকার বিমানবন্দর কর্তৃপক্ষ থকে বলা হয়। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।

তুরস্কের পরিবহনমন্ত্রী তুরহান জানান, বোয়িং-৭৩৭ বিমানটি অবতরণের সময় গতিনিয়ন্ত্রণে ব্যর্থ হয়। যার ফলে বিমানটি রানওয়েতে আছড়ে পড়ে। রানওয়েতে আছড়ে পড়ে তিন খণ্ড হয়ে যায় বোয়িং-৭৩৭ বিমানটি। দুর্ঘটনার পরপর বিমানবন্দরের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

তুরস্কের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, বিমানটি অবতরণের সময় ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাস বইছিল। বিমানে তুরস্কের নাগরিক ছাড়াও অন্তত ২০ জন বিদেশি নাগরিক ছিল। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

ইতিমধ্যে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিমানের দুই পাইলট। দুই পাইলটের মধ্যে একজন তুরস্কের আর অন্যজন দক্ষিণ কোরিয়ার নাগরিক বলে দেশটির সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়।
তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ পাইলটদের সঙ্গে কথা বলতে পারেনি বলে জানিয়েছেন তুরস্কের পরিবহনমন্ত্রী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি