মঙ্গলবার,১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পিরোজপুরে দোকানে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

পিরোজপুর সদর উপজেলার চলিশা গ্রামে শনিবার (৮ফেব্রুয়ারি) সকালে পূর্ব শত্রুতার জের ধরে কামরুল ইসলাম শেখ (৩৮) নামের এক ওষুধ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

নিহত কামরুল সদর উপজেলার চলিশা গ্রামের বাসিন্দা।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামরুল ইসলাম শেখের সঙ্গে পার্শ্ববর্তী চুঙ্গাপাশা গ্রামের শাকিল হাওলাদারের পূর্বশত্রুতা ছিল। তাদের মধ্যে বিরোধ নিয়ে সালিশি বৈঠকও হয়েছে। চলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকায় কামরুলের ওষুধের দোকান আছে। আজ সকাল ১০টার দিকে কামরুল দোকানে বেচাকেনা করছিলেন। এ সময় শাকিল হাওলাদার নামের একজন দোকানে ঢুকে ছুরি দিয়ে কামরুলের মাথা ও পিঠে আঘাত করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামরুল ইসলাম শেখের বড় ভাই রেজাউল করিম বলেন, ‘শাকিল হাওলাদারসহ স্থানীয় কয়েকজন বখাটে যুবক কামরুলের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তাদের চাঁদা না দেওয়ায় আমার ভাইকে খুন করা হয়েছে।’

পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আরিফ হাসান বলেন, কামরুল ইসলাম শেখকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তাঁর মাথা ও পিঠে ধারালো অস্ত্রের জখম আছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বলেন, কামরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি