বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত সেই কুবি শিক্ষকের অব্যাহতি


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

ছাত্রীকে যৌন হয়রানি এবং দুই শিক্ষককে মানহানির অভিযোগ ওঠা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের প্রধান আলী রেজওয়ান তালুকদার পদত্যাগ করেছেন।

গত রবিবার বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তিনি। এর প্রেক্ষিতে ওইদিনই তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে বিভাগের সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাসকে বিভাগীয় প্রধানের দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

এর আগে গত ১৫ জানুয়ারি আলী রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে ইংরেজি বিভাগের সান্ধ্যকোর্সের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দেন। পরে আলী রেজওয়ান তালুকদার বিষয়টিকে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এর পেছনে বিভাগের দুই শিক্ষকের মদদ রয়েছে অভিযোগ তুলে কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।

এরপর রেজওয়ানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আলাদা আবেদন করেন দুই শিক্ষক এবং ভুক্তভোগী ওই ছাত্রী। এছাড়া নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন ওই ছাত্রী।

এরই ধারাবাহিকতায় শিক্ষক রেজওয়ানকে বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকোর্স থেকে অব্যাহতি দিয়ে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরপরই গত ৬ ফেব্রুয়ারি সহকর্মী শিক্ষকদের নিয়ে বাজে মন্তব্য এবং তাদের সঙ্গে অসদাচরণসহ একাডেমিক বিভিন্ন সিদ্ধান্তে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে শিক্ষক রেজওয়ানের প্রতি অনাস্থা জ্ঞাপন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদন জানান বিভাগের শিক্ষকরা।

এদিকে শিক্ষক রেজওয়ানকে বাঁচাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইংরেজি বিভাগের একজন শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন উঠেপড়ে লেগেছে। অভিযুক্ত শিক্ষক সহকর্মী অন্য শিক্ষকদের নিয়ে বাজে মন্তব্য করায় তার প্রতিবাদ জানিয়ে আমরা তার প্রতি অনাস্থা দেওয়ায় কৌশলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে অব্যাহতি নিতে বাধ্য করে। আমদের বিচার তো আমরা পাইনি। আমরা চাই অভিযুক্ত শিক্ষকের সঠিক বিচার হোক।’

শিক্ষক রেজওয়ানকে বাঁচাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কৌশলে তাকে পদ থেকে অব্যাহতি নিতে বাধ্য করেছে–শিক্ষকদের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপাচার্য ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘অভিযোগ পরস্পর পরস্পরের বিরুদ্ধে করেছে। আলী রেজওয়ানও তার বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তাছাড়া তার বিরুদ্ধে নারী নির্যাতনের একটা তদন্ত কমিটি আছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি