বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ভ্যালেন্টাইন ডে পালন নিষিদ্ধসহ ১০ দফা দাবি ওলামা লীগের


ভ্যালেন্টাইন ডে পালন নিষিদ্ধসহ ১০ দফা দাবি ওলামা লীগের


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানবন্ধন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ এ দাবি জানায়।

মানববন্ধনে বক্তারা বলেন, শফিক রেহমান প্রবর্তিত ‘ভ্যালেন্টাইন ডে’ পালনে নিষেধাজ্ঞা জারি করতে হবে। পাতলা পোশাক, বেহায়া সাজ-গোজ এবং সব বিজাতীয় আচার, অনুষ্ঠান ও কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। প্রকাশ্যে চুমু খাওয়ার ব্যভিচার কঠোর হস্তে বন্ধ করতে হবে। ভালোবাসা দিবসের নামে বাণিজ্য ও মিডিয়ার প্রচারণা বন্ধ করে শফিক রেহমান চর্চা বন্ধ করতে হবে।

ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনার ঘোষণায় নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানিয়ে তারা বলেন, সঙ্গত কারণেই নবনির্বাচিত মেয়রকে ‘মসজিদের শহর ঢাকা’ এ ঐতিহ্য পূনঃরায় ফিরিয়ে আনতে হবে। সৌন্দর্য বর্ধন তথা উন্নয়নের নামে ঢাকার চারপাশে নদী কেন্দ্রীক ৭৭টি মসজিদসহ ভাঙ্গা চলবে না। প্রয়োজনে রাস্তা ঘুরিয়ে নিতে হবে।

বক্তারা বলেন, হিন্দুদের মন্দির অক্ষত রাখা ও মসজিদ ভাঙ্গা বৈষম্য; যা মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধান লঙ্ঘনের শামিল।

পবিত্র রমজানে মাসব্যাপী ছুটি দাবি জানিয়ে তারা আরও বলেন, রমজান মাসে বাংলাদেশে সরকারি চাকুরির সময় সূচিও সংক্ষিপ্ত করা হয়, অথচ ওই একই সময় পরীক্ষার নাম করে তুলনামূলক অধিক পরিশ্রম ছাত্র ও শিক্ষকদের উপর চাপিয়ে দেয়া হয়।

উল্লেখ্য, মে’ মাসের দিকে বাংলাদেশে প্রচণ্ড গরম থাকার সম্ভবনা আছে। গরমের মধ্যে রোজা রাখা এমনিতেই কষ্ট, এর মধ্যে তুলনামূলক অধিক পরিশ্রমের পরীক্ষা চাপিয়ে দেয়া সত্যিই অমানবিক। তাই রমজানে অবশ্যই সকল ধরনের পরীক্ষা বন্ধ করতে হবে এবং মাসব্যাপী ছুটি দিতে হবে।

সমাবেশ ও মানবন্ধনে সমন্বয় করেন, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি- আলহাজ্জ মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী,সাধারণ সম্পাদক আলহাজ্জ কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি- আলহাজ্জ হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার,দফতর সম্পাদক মাওলানা মুহম্মদ শওকত আলী শেখ ছিলিমপুরী প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি