বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ১০ বছরে গতি বাড়াতে ৩৮ হাজার কোটি টাকা খরচ হলেও গতি কমছে ট্রেনের


১০ বছরে গতি বাড়াতে ৩৮ হাজার কোটি টাকা খরচ হলেও গতি কমছে ট্রেনের


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

ট্রেনের গতি বাড়াতে গত দশ বছরে ৩৮ হাজার কোটি টাকা খরচ করা হলেও গতি তো বাড়েইনি বরং কমছে প্রতিদিন। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনাহীন উন্নয়নের কারণে উল্টো দিকে ঘুরছে ট্রেনের চাকা।

সম্প্রতি রেলওয়ে প্রবর্তিত নতুন সময় সূচিতে দেখা যায়, ৫০ শতাংশ ট্রেনের যাত্রার সময় বেড়েছে ১০ মিনিট থেকে দেড়ঘণ্ট পর্যন্ত। ট্রেনের চাকায় গতি ফেরাতে বেশ কিছু প্রকল্প গ্রহণের কথা জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।

প্রতিবছর নতুন টাইম টেবিল প্রণয়ন করে বাংলাদেশ রেলওয়ে। তিন বছর পর চলতি বছরের জানুয়ারিতে নতুন টাইম টেবিল কার্যকর করা হয়। নতুন এ টাইম টেবিল বিশ্লেষণ করলে দেখা যয়, গত তিন বছর আগের তুলনায় পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের অর্ধেক ট্রেনেরই যাত্রা থেকে গন্তব্যে পৌঁছানোর সময় বেড়েছে সর্বোচ্চ দেড়ঘণ্টা পর্যন্ত।

যোগাযোগ বিশেষজ্ঞ কাজী সাইফুন নেওয়াজ বলেন, ট্রেনের সিডিউলটা যদি ঠিক রাখতে পারি ও যাত্রার দ্রুততা দিতে পারি, আমি মনে করি, সে দিকে আমাদের নজর অনেক কম। এ ক্ষেত্রে প্রকল্পগুলো নেয়া হচ্ছে না।

ঢাকায় ট্রেনের গতি দাঁড়িয়েছে ২৫ থেকে ৩০ কিলোমিটার ৩ বছর আগেও যেখানে ছিলো ৪০ থেকে ৪২ কিলোমিটার। দুর্ঘটনা রোধ ও শিডিউল বিপর্যয় ঠেকাতে এমন উদ্যোগ বলে জানিয়েছে রেলওয়ে।

রেলসচিব মোফাজ্জেল হোসেন বলেন, এমন পরিস্থিতি সাময়িক, চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন হলে গতি ফিরবে ট্রেনের চাকায়। দীর্ঘদিন ধরে লাইন মেরামতের কাজগুলো সঠিকভাবে করা হয়নি, ডাবল লাইন করার কাজ চলছে। সেই কাজ শেষ হলে গতি বাড়বে। এখন যে সময়ের তালিকা আছে সেটাও কমিয়ে আনতে পারব।

আন্তনগরের পাশাপাশি মেইল ও কমিউটার ট্রেনের রানিং টাইমও বাড়ানো হয়েছে নতুন সময় সূচিতে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি