শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


উটের চিকিৎসায় বিশ্বের সবচেয়ে বড় হাসপাতাল: সৌদি আরব


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০২.২০২০


ডেস্ক রিপোর্টঃ

উটের বিশ্বের সবচেয়ে বড় ও অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করছে সৌদি আরব।

সৌদি পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় বলছে, হাসপাতালটির চূড়ান্ত অবকাঠামো নির্মাণ কার্যক্রম শেষের পথে রয়েছে। খবর আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়, কাসেম অঞ্চলে প্রতিষ্ঠা করা হচ্ছে দ্য সালাম পশুচিকিৎসা ও উট হাসপাতালটি। এতে ২৬ মিলিয়ন ডলার খরচ পড়েছে।

এতে উটপ্রজননকারীরা ব্যক্তিগত খরচে সেখানে তাদের পশুদের চিকিৎসা দিতে পারবেন। এতে এই খাতটিতে স্থিতিশীলতা ও উন্নয়ন ঘটবে বলে দাবি করেছে সৌদি আরব।

পশু সম্পদ বিষয়ক আন্ডারসেক্রেটারি ডা. হামাদ আল-বাস্তান বলেন, সালাম উপ হাসপাতাল নির্মাণ কাজ পর্যালোচনা করা হচ্ছে। কতটুকু অগ্রগতি হয়েছে তা মনিটরিং করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি