শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » কন্যার জন্য নাম চাইলেন আফ্রিদি, অর্থসহ নাম পাঠালেন রশিদ খান


কন্যার জন্য নাম চাইলেন আফ্রিদি, অর্থসহ নাম পাঠালেন রশিদ খান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

গত শুক্রবার পঞ্চমবারের মতো মেয়ের বাবা হয়েছেন শহীদ আফ্রিদি। মহাখুশি এই পাকিস্তানি ক্রিকেট তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সবার সঙ্গে। দুদিন ধরেই ক্রিকেট দুনিয়া তো বটেই, তাঁর ভক্তকুল তাঁকে ভাসাচ্ছে অভিনন্দনের জোয়ারে।

এ মুহূর্তে তাঁর মেয়ের জন্য নাম দরকার। আফ্রিদি চাইছেন তাঁর আগের চার মেয়ের নামের মতোই পঞ্চম কন্যার নামটিও ইংরেজি ‘অ’ আদ্যক্ষর দিয়ে রাখতে। আগের চার মেয়ের নাম—আকসা, আনশা, আজওয়া ও আসমারা। টুইটারে তিনি তাঁর পঞ্চকন্যার সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন।

নবজাতিকার জন্য নাম খুঁজতেও আফ্রিদি শরণাপন্ন টুইটারের। সেখানে তিনি তাঁর পঞ্চম কন্যার জন্য ভক্তদের কাছে ‘অ’ আদ্যক্ষরের একটি সুন্দর নাম চেয়ে বলেছেন, ‘ভক্তদের কাছ থেকে আসা যে নামটা তাঁর পছন্দ হবে, তাকে তিনি বিশেষভাবে পুরস্কৃত করবেন। আফ্রিদির এ টুইটের পর ভক্তরা তো নাম পাঠাচ্ছেনই। তবে সবাইকে অবাক করে দিয়ে আফ্রিদির পঞ্চম কন্যার জন্য দারুণ একটি নাম প্রস্তাব করেছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। তিনি যে নামটি প্রস্তাব করেছেন, সেটি হচ্ছে ‘আফরিন’। কেবল নাম প্রস্তাব করেই থেমে থাকেননি রশিদ। নামের অর্থও পাঠিয়েছেন। আফরিন নামের অর্থ হচ্ছে ‘সাহসী’।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর নেন আফ্রিদি। যদিও তিনি এখনো পৃথিবীর বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলে বেড়াচ্ছেন। সম্প্রতি তিনি দুবাইতে টি-টেন লিগেরও অংশ হয়েছিলেন। মার্চে অনুষ্ঠেয় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ পিএসএলে তিনি মুলতান সুলতানের খেলোয়াড়। সম্প্রতি তিনি মুলতানের ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হিসেবে শান মাসুদের নাম ঘোষণা করেন নিজের টুইটে। তিনি এ ঘোষণা দেন, মুলতান সুলতানের টিম ম্যানেজমেন্টের কাছ থেকে মাসুদের অধিনায়কত্বের ব্যাপারে কোনো ঘোষণা আসার আগেই। ব্যাপারটি পাকিস্তানে বেশ হাস্যরসের সৃষ্টি করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি