শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদি আরবের মক্কা ও মদিনায় মসজিদে সেলফি তোলা নিষিদ্ধ ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

বিশ্বের মুসলিম উম্মাহর সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের স্থান সৌদি আরবের মক্কা মসজিদ আল-হারাম বা হারাম শরীফ বা মসজিদে হারাম। যা পবিত্র নগরী মক্কা ও মদিনায় অবস্থিত। বিশ্ব মুসলিম এ মসজিদে অভ্যন্তরে অবস্থিত পবিত্র কাবা শরীফ ও মদিনায় মসজিদে নববির এ দুই পবিত্র স্থানে সেলফি তোলা নিষিদ্ধ করেছেন হারামাইন কর্তৃপক্ষ।

সৌদি আরবের মক্কা ও মদিনায় মসজিদে সেলফি তোলা নিষিদ্ধ ঘোষণা।

মক্কা নগরীর মসজিদে হারাম তথা কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিসহ হজ্ব ও ওমরায় করতে এসে মানুষ সেলফি তোলে। এটি হারাম না হালাল মানুষ তা না জেনে কিছু মানুষ সেলফি তোলা নিয়ে ব্যস্ত। এতে অন্যান্য দর্শনার্থীদের সমস্যার কারণ হয়। সে কারণে সৌদি আরবের হারামাইন ওয়াশ শারিফাইন কর্তৃপক্ষ এক ফরমান জারি করেছে।

বিষয়টি সামনে এলো একটি ফতোয়াকে কেন্দ্র করে, ফতোয়াটি পেশ করেন মসজিদুল হেরাম এর দারুল ইবতার সদস্য ও ইসলামী আইন শাস্ত্রের অধ্যাপক মোহাম্মদ আল মাসুদি। ঐ ফতোয়া তিনি বলেছেন পবিত্র কাবা শরীফে সেলফি তোলা এক ধরণের শিরিক। তিনি তার বক্তব্যে হযরত অবস্থায় কেউ যদি সেলফি তোলা প্রকাশ করে তা হবে এক ধরনের রিয়া, আর রিয়া এক ধরণের শিরিকের সমতুল্য বিষয়।

বেশ কয়েক বছর থেকে দেখা যাচ্ছে অনেকেই হজ্ব ও ওমরাহ করার সময় সেলফি নিয়ে ব্যস্ত থাকে এই নিয়ে পবিত্র নগরীতে সেলফি তোলার নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সৌদি আরব সহ বিভিন্ন দেশের গণমাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। সমালোচকরা মনে করেন তারা হজ্ব করতে নয় মনে হচ্ছে আনন্দ ভ্রমণ করতে এসেছে।

মুসলিমদের এ পবিত্র স্থানে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। সেখানে ইসরাইলের এক ইহুদি ধর্মযাজক প্রবেশ করে এবং সেলফি নেয়। সে সময় সৌদি সরকার এ সেলফির কারণে চরম বিতর্কের মাঝে পড়ে যায়।

ইসরাইলের ধর্মযাজকের সেলফির ঘটনার পর এক তুর্কী দম্পতির নিয়ত ছিল পবিত্র নগরী মক্কা ও মদিনায় যাওয়ার। তারা সেখানে গিয়ে ভিডিও করে তা প্রকাশ করে। আর এতে আরো চরম বিতর্কের মুখে পড়ে হারামাইন কর্তৃপক্ষ।

এছাড়া বিভিন্ন সময় এ সেলফির কারণে বিতর্কের মুখোমুখি হয়েছিল সৌদি কর্তৃপক্ষ। সে কারণে এবার পবিত্র নগরীতে সেলফি তোলায় জোরদার নিষেধাজ্ঞা জারি করেছে সৌদির হারামাইন কর্তৃপক্ষ।

জানা গেছে, সেখানে কাউকে সেলফি তুলতে দেখলেই দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোবাইল বাজেয়াপ্ত করে নেবে।

তাই সৌদি আরব মক্কা ওমরাহ পালনের জন্য আসা হাজীদের মক্কা ও মদিনায় শরিফের ভেতরে আসার আগে নিজ নিজ দেশের লোকদের ছবি তোলার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি