শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের ১০০ বাইসাইকেল দেবে ডাকসু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে একশ’ বাইসাইকেল বিতরণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পক্ষ থেকে আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে এই বাইসাইকেল বিতরণ করা হবে।

সোমবার ডাকসুর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বাঙালি জাতির জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মুজিববর্ষ পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনে জাতির পিতার বাহন ছিল বাইসাইকেল।

তিনি বাইসাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। আগামী ৮ মার্চ ঢাবির ১ম বর্ষের (শিক্ষাবর্ষ ২০১৯-২০) শিক্ষার্থীদের মাঝে ১০০টি বাইসাইকেল বিতরণ করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি