শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার অশোতকতলা রেলগেইটে ভেকুর আঘাতে নিহত ১, আহত -৫


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় অশোতকতলা রেলগেইটে ভ্রাম্যমাণ তরকারী বাজারে ভেকুর আঘাতে সাহিদা বেগম (৫৫) নামে একজন নারী নিহত হয়। নিহত সাহিদা বেগম ওই এলাকার খোরশেদ আলমের স্ত্রী।

এছাড়াও এই ঘটনায় আরো অন্তত পাঁচজন আহত হয়। সকাল পৌনে দশটায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ভেকু চালক ও ভেকুটিকে পুলিশ কোতয়ালী থানায় নিয়ে যায়।

দুর্ঘটনায় আহত অশোকতলা এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে আবদুল বাকি জানান, সকাল পৌনে দশটার অশোকতলা রেলগেইটের পশ্চিমপার্শ্বে নির্মাণাধীন রেললাইনের পাশে ভ্রাম্যমাণ তরকারীর দোকানে দাড়িয়ে রয়েছি। এ সময দক্ষিণপাশ থেকে একটি ভেকু দ্রুত গতিতে এসে তরকারি দোকানের উপর তুলে দেয়। এ সময় তরকারি দোকানী নাসির গুরতর আহত হয়। তার অবস্থা আশংকাজনক। এছাড়াও এই দুর্ঘটনায় আরো আহত হয় তরকারি দোকানী নাছিরের স্ত্রী,আবদুর রহিম ও অজ্ঞাত আরো একজন ।

এদিকে এ ঘটনায় নির্মাণাধীন রেলওয়ের ম্যাক্স কোম্পানীর কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেজবাহ উদ্দিন জানান,সকাল পৌনে দশটায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি রেলওয়ের নির্মাণাধীন একটি ভেকুর আঘাতে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ভেকু চালক ও ভেকুটিকে আটক করে। পরে কোতয়ালী থানার পুলিশ এসে ভেকু চালক ও ভেকুটিকে নিয়ে থানায় যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি