বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


যুক্তরাজ্যে স্বল্প দক্ষ শ্রমিকদের ভিসা না দেয়ার সিদ্বান্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০২০


ডেস্ক রিপোর্টঃ

স্বল্প দক্ষ শ্রমিকেরা আর যুক্তরাজ্যের ভিসা পাবেন না। ব্রেক্সিট–পরবর্তী অভিবাসন পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাজ্য সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী স্বল্প দক্ষ শ্রমিকেরা আর ভিসা পাবেন না। এ ছাড়া নিয়োগকর্তাদের উদ্দেশে ইউরোপের সস্তা শ্রমিক ধারণা থেকে সরে আসতে বলা হয়েছে। কর্মীদের ধরে রাখতে ও অটোমেশন প্রযুক্তির বিকাশে বিনিয়োগ করতে তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এখন থেকে ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয়—দুই পক্ষের নাগরিকদেরই সমানভাবে দেখবে যুক্তরাজ্য।

লেবার পার্টি বলছে, এমন ‘প্রতিকূল পরিবেশ’ শ্রমিকদের আকর্ষণ করবে না। তবে স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেছেন, নতুন সিস্টেমটির অর্থ ‘সবচেয়ে প্রতিভাবান এবং সেরারা যুক্তরাজ্যে আসতে সক্ষম হবেন’।

আসলে ব্রেক্সিটের পর যুক্তরাজ্যে সার্বিক অভিবাসনই কমিয়ে আনার লক্ষ্য সরকারের। সরকার চাইছে একটি ‘পয়েন্টভিত্তিক’ অভিবাসনব্যবস্থা। নির্বাচনী ইশতেহারেও এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই স্কিমের আওতায় বিদেশি কর্মী যাঁরা যুক্তরাজ্যে আসতে চান, তাঁদের ইংরেজি জানা ও বলার দক্ষতা থাকতে হবে এবং ‘অনুমোদিত স্পনসর’ দিয়ে একটি দক্ষ কাজের অফার থাকতে হবে। এই শর্ত পূরণ করলে তাঁরা ৫০ পয়েন্ট পাবেন।

যুক্তরাজ্যে কাজ করার অনুমতি পেতে হলে সব মিলিয়ে অভিবাসীদের ৭০ পয়েন্ট নিশ্চিত করতে হবে, যার মধ্যে যোগ্যতা, যে বেতনে আসতে চাইছেন ও যেই খাতে কর্মীর অভাব রয়েছে, এমন কোনো খাতে কাজ করলেও পয়েন্ট পাওয়া যাবে। তবে সরকার বলছে, তারা কম দক্ষ—এমন শ্রমিকদের জন্য কোনো পথ চালু করবে না। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সরকার আহ্বান জানিয়েছে, যেন তারা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো ও যুক্তরাজ্যের মধ্যে বাধাহীন চলাচল বন্ধ হয়ে যাওয়ার বিষয়টির সঙ্গে ‘খাপ খাইয়ে ও সমন্বয়’ করে নেয়।

সরকার জানিয়েছে, নিয়োগকর্তারা যুক্তরাজ্যের অভিবাসন পদ্ধতির ওপর নির্ভরশীল না থেকে যেন কর্মী ধরে রাখা, উৎপাদনশীলতা ও প্রযুক্তির উন্নয়নে বিনিয়োগ করে। সেটাই এখন গুরুত্বপূর্ণ।

সরকার মনে করে, নতুন কর্মী না বাড়িয়ে যে ৩২ লাখ ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিক যুক্তরাজ্যে অবস্থান অব্যাহত রাখার অনুমতি চেয়েছেন, তাঁদের দিয়ে শ্রমবাজারের চাহিদা মেটানো যেতে পারে।

পাশাপাশি কৃষি খাতে মৌসুমি শ্রমিক আসার অনুমোদিত পরিমাণ চার গুণ পরিমাণে বাড়িয়ে ১০ হাজার করতে যাচ্ছে সরকার। এ ছাড়া ‘ইয়ুথ মোবিলিটি অ্যাগ্রিমেন্ট’–এর অধীনে প্রতিবছর ২০ হাজার তরুণ যুক্তরাজ্যে আসার সুযোগ পাবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি