বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


মেসির ৪ গোলে বড় জয় বার্সেলোনার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

শনিবার রাতে স্প্যানিশ লা লীগায় এইবারের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। যেখানে একাই চার গোল করেন লিওনেল মেসি। ওই জয়ে লা লীগার শীর্ষে ওঠে কাতালানরা। সঙ্গে আরও একটি জায়গাতেও ছাড়িয়ে যায় চিরপ্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদকে। লা লীগায় সবচেয়ে বেশি গোল করার দিক থেকে তাদের ছাড়িয়ে গেছে বার্সেলোনা।

চলতি আসরে শিরোপাধারীরা ২৫ ম্যাচে করেছে ৬২ গোল। এক ম্যাচ কম খেলা রিয়াল করেছে ৪৬ গোল।

ধারাবাহিকতা ধরে রাখতে পারলে প্রায় ৬০ বছরের অপেক্ষার অবসান হবে বার্সেলোনার । লীগে মোট গোলের হিসেবে সবশেষ ১৯৬১-৬২ মৌসুম শেষে রিয়ালের চেয়ে এগিয়ে ছিল তারা। সেই আসর শেষে বার্সেলোনার গোল ছিল ১ হাজার ৯১৩টি, রিয়ালের ১ হাজার ৮৯৮টি।

দুই দলের মধ্যে ব্যবধান সবচেয়ে বেশি ছিল ১৯৮৯-৯০ মৌসুম শেষে। ১৩৯ গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। এক মৌসুমে দুই দলের মধ্যে সবচেয়ে বেশি পার্থক্য হলো ৪৬ গোল। ১৯৮৭-৮৮ মৌসুমে রিয়াল করেছিল ৯৫ গোল, বার্সেলোনা কেবল ৪৬টি।

১৯৬৬-৬৭ মৌসুমে দুই দলই করেছিল ৫৮ গোল করে। রিয়াল ও বার্সেলোনা লিগে দ্বিতীয় সবশেষবার সমান গোল করে ১৯৮০-৮১ মৌসুমে। সেবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল গোল করেছিল ৬৬টি করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি