শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আজ আদালতে তোলা হবে যুবলীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়াকে


আজ আদালতে তোলা হবে যুবলীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়াকে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

র‌্যাবের হাতে আটক বহিষ্কৃত নরসিংদী যুব মহিলা লীগ নেত্রী শামিমা নূর পাপিয়াকে শাহজালাল বিমানবন্দর থানা পুলিশের কাছে ন্যস্ত করা হয়েছে।

তার বিরুদ্ধে শাহজালাল বিমান বন্দর থানায় অস্ত্র ও মানি লন্ডারিং আইনে দুইটি মামলা করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদের জন্য পাপিয়াসহ সব আসামিকে রিমান্ড চেয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হচ্ছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখা।

তার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় অস্ত্র ও মাদক আইনে আরও দুটি মামলা দায়ের করা হচ্ছে বলে জানায় পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) প্রতারণা, পতিতাবৃত্তি, অবৈধ অর্থপাচার, জাল টাকা সরবরাহ, মাদক ব্যবসা ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত অন্য তিনজন হলেন- পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন, তাদের দুই সহযোগী সাব্বির খন্দকার ও শেখ তায়য়িবা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি