শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


অতি উৎসাহিত হবেন না, এখন আমি মরলে কী হবে, তাও জানি-শেখ হাসিনা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০২০

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, মুজিব বর্ষ নিয়ে কেউ অতি উৎসাহিত হবেন না। এত উৎসাহী থাকলে ৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর লাশ সেখানে পড়ে থাকত না। আমার মা (বেগম ফজিলাতুন্নেছা মুজিব) এবং পরিবারের সদস্যদের রেড ক্রিসেন্টের শাড়ি দিয়ে দাফন করা লাগতো না। এখন আমি মারা গেলে কী হবে, তাও জানি। কাজেই কোনো বাড়াবাড়ি নয়।দ

তিনি বলেন, ‘‘আব্বাকে আমার মা বলতেন, দআপনি যখন জেলে যান, তখন সাজানো বাগান রেখে যান কিন্তু জেলখানায় যাওয়ার পরই এ বাড়ি (ধানমন্ডি ৩২) বিরানভূমি হয়ে যায়। কেউ আসে না, যদি আমাদের সহায়তা করতে হয়। আবার আপনি যখন আসেন, তখন বাগান ভর্তি হয়ে যায়।দ কাজেই আমার এবং রেহানার পরিষ্কার বার্তা-আমরা চাই না মুজিব বর্ষ নিয়ে বাড়াবাড়ি কিছু হউক”।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি