বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ১৪ জন হোম কোয়ারেন্টাইনে, প্রস্তুত ১০০টি আইসোলেটেড বেড


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০২০


স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলাজুড়ে মরণঘাতি করোনা ভাইরাস রোগি সন্দেহে ১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তাদের বেশিরভাগই বিদেশ থেকে দেশে ফিরেছে। তবে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান বলেন, আমরা ১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছি। তাদের নমুনা পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া করোনা ভাইরাস মোকাবেলায় কুমিল্লার স্বাস্থ্য বিভাগসহ প্রশাসন বেশ প্রস্তুতি নিয়ে রেখেছে। কুমিল্লা মেডিকেল কলেজ, সদর হাসপাতালসহ অন্যান্য মেডিকেল কলেজগুলোর সমন্বয়ে ১৯টি টিম প্রস্তুত আছে। ইতিমধ্যে অত্যাধুনিক সেবা সম্বলিত প্রাথমিক পর্যায়ে ১০০টি আইসোলেটেড বেড প্রস্তুত করা আছে। তবে করোনা ভাইরাসে রোগী শনাক্ত করার কোন পরীক্ষা বা কীট নেই কুমিল্লায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি