বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


আত্মহত্যার পূর্বে চিরকুটে কি লিখে গেছেন বরুড়ার কিশোরী শিপা ?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০২০

সাকিব আল হেলালঃ
কুমিলা বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের কলাখাল গ্রামে সাবিকুন্নাহার শিপা(১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।

রবিবার(১৫ মার্চ) বেলা ১১টায় নিজ গৃহের সিলিংয়ের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।

নিহত সাবিকুন্নাহার শিপা উপজেলার পয়ালগাছা ইউনিয়নের কলাখাল গ্রামের জাকির হোসেনের মেয়ে।
সে এ বছর অর্থাৎ ২০২০ সালে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছিল।

তার তার দাদা আলী আশরাফ জানান, আমি দূর থেকে ঘরে এসে দেখি শিপা চেয়ারের উপর মোড়া দিয়ে সিলিং ফ্যানের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করতে দেখলে চিৎকার দিয়ে ফাঁসি থেকে নামানোর পর একটু নড়েচড়েই সে মারা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বলেন, গত কয়েক বছর পূর্বে শিপার মাকে তার পিতা তালাক দিয়ে আরেকটি বিয়ে করার পর থেকে শিপার সৎ মায়ের সাথে ঘরে খাওয়া দাওয়া ভরণ পোষন নিয়ে প্রায় সময় ঝগড়াসহ তাকে পারিবারিকভাবে বিভিন্নভাবে কষ্ট দিতো। হয়তো এ কারনে আত্নহত্যা করতে পারে”।

শিপা তার চিরকুটে লিখে যায়, তোরা ভাল থাক,মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ এই কাল জিরা,আমি চাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পর তোরা তিন চারটা কাল জিরা বিছমিল্লাহ বলে ফুঁ দিয়ে আল্লাহর রহমতে খেয়ে ভাল থাক সুখে থাক,ফি আমানিল্লাহ, আল বিদা।

বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি