শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার বিভিন্ন সীমান্তে সাড়ে ১৬ লক্ষ টাকার মাদকসহ ৯ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০২০


প্রেস বিজ্ঞপ্তিঃ

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর মাদক বিরোধী বিশেষ টহল দল কর্তৃক অধীনস্থ বৌয়ারা বাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন সীমান্ত পিলার ২০৮৫/১০-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “বলের ডিবা” নামক স্থান হতে ৫০ টি ইয়াবা ট্যাবলেটসহ (১৫,০০০/-) ০১ জন মাদক চোরাকারবারী মোঃ মশু মিয়া (৩০), পিতা-মৃত নেকবর আলী, গ্রাম-কালিয়াঝুড়ি, পোষ্ট-মোগলটুলি, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

অপর একটি অভিযানে মাদক বিরোধী বিশেষ টহল দল কর্তৃক গোলাবাড়ী পোষ্টের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলাধীন সীমান্ত পিলার ২০৮২/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “কেরানীনগর” নামক স্থান হতে ০৪ বোতল ফেন্সিডিল (১,৬০০/-) এবং ০৩ টি মোটর সাইকেলসহ (৬,০০,০০০/-) ০৭ জন মাদক সেবনকারী (১) মোঃ খাদিমুল রাশেদ রাজিব (৩৮), পিতা-মৃত রুস্তম আলী, (২) মোঃ রবিউল আলম মামুন (৩৯), পিতা-মৃত আব্দুল ওয়াদুদ উভয়ের গ্রাম-কুচাইতলী, (৩) মোঃ মাহমুদ আলম (৪৫), পিতা-মৃত জহিরুল আলম, গ্রাম-২নং কান্দিরপাড়, (৪) সৈকত ভূঁইয়া (৩২), পিতা-মৃত জয়নাল আবেদীন ভূঁইয়া, গ্রাম-ফৌজদারি, (৫) মোঃ আবু জাহিদ (৩০), পিতা-মোঃ বাকের আহম্মেদ, গ্রাম-পশ্চিম বাগিচাগাঁও, (৬) মোঃ রফিকুল ইসলাম (৩১), পিতা-মৃত ছলেমান, গ্রাম-মুরাদপুর সকলের পোষ্ট+থানা আদর্শ সদর এবং (৭) মোঃ মাসুদ আহম্মেদ (২৬), পিতা-মোঃ সুরুজ মিয়া, গ্রাম-উদয়নবাগ ঘোষনগর, পোষ্ট-কালাকচুয়া, থানা-বুড়িচং সকলের জেলা-কুমিল্লাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০২ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং ৪০০/- টাকা করে অর্থ জরিমানা করা হয়েছে।

অন্য একটি অভিযানে মাদক বিরোধী বিশেষ টহল দল কর্তৃক মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ২০৯৪ হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “জয়নগর” নামক স্থান হতে ০৫ গ্রাম গাঁজাসহ (১৭/-) ০১ জন মাদক চোরাকারবারী মোঃ সাগর (১৯), পিতা-মোঃ শাহ আলম, গ্রাম-মথুরাপুর, পোষ্ট-ধনপুর, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং ৫০০০/- টাকা অর্থ জরিমানা করা হয়েছে।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ২৯৭ বোতল ফেন্সিডিল (১,১৮,৮০০/-), ১ কেজি গাঁজা (৩,৫০০/-), ৩০৪৫ টি ইয়াবা ট্যাবলেট (৯,১৩,৫০০/-) এবং ৪৫০ টি নিষিদ্ধ প্যারাকটিন ট্যাবলেট (৯,০০০/-) টাকা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।

আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১৬,৬১,৪১৭/- (ষোল লক্ষ একষট্টি চারশত সতের) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাস্টামস অফিসে জমা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি