শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


করোনাভাইরাসে মারা গেছে ৬ হাজার ৪৫৭, আক্রান্ত দেড় লাখ ছাড়ালো


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০২০

ডেস্ক রিপোর্টঃ

সর্বশেষ হিসেব অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৭৭৩ জন। সুস্থ হয়ে বাড়ি ছিরে গেছেন ৭৬ হাজার ৫৮৪জন। মোট ১৫৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই রোগ।

রোববার স্পেন ন্যাশনাল লকডাউন ঘোষণার সঙ্গে সঙ্গে ফ্রান্স জানায়, তার দেশের সকল অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে ইউরোপের গুরুত্বপূর্ণ ৩টি অর্থনীতি কার্যত অচল ও স্তব্ধ হয়ে গেলো।

স্পেনের এই জরুরি অবস্থা আগামী দুই সপ্তাহ জারি থাকবে। জরুরি কাজ এবং ঔষধ কেনা ব্যতীত দেশটির জনগণকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে।

রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোকে কেবলমাত্র হোম ডেলিভারির অনুমতি দেয়া হয়েছে। তবে ব্যাংক ও পেট্রোল স্টেশনসহ আরও কয়েকটি জরুরি সেবা সংস্থা খোলা থাকবে।

ফ্রান্সের ক্ষেত্রেও একই রকম নির্দেশনা জারি করেছে সরকার। দেশের সকল জনগনকে ঘর থেকে বের না হবার আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে অতিপ্রয়োজন ছাড়া সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে যুক্তরাজ্য সরকার।

অস্টিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ার কুরজ জানিয়েছেন, তার দেশও জনগনের চলাফেরা সীমাবদ্ধ করেছে। রোববার দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি আইনও পাস হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি