শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » করোনা ভাইরাস সন্দেহে ডাক্তার আসেনি: ঢামেকে বিনা চিকিৎসায় মারা গেলেন কানাডা থেকে আসা তরুণী


করোনা ভাইরাস সন্দেহে ডাক্তার আসেনি: ঢামেকে বিনা চিকিৎসায় মারা গেলেন কানাডা থেকে আসা তরুণী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৩.২০২০

স্টাফ রিপোর্টারঃ
করোনা ভাইরাস আতংকে বিনা চিকিৎসায় মারা গেলেন কানাডা ফেরত তরুণী নাজমা আমীন ওরফে নাবিহা নীহা রবিবার রাতে মারা যান।

তিনি পেটের ব্যথা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। কিন্তু যখনি চিকিৎসকরা জানতে পারে সে কানাডা থেকে আসছে তখনি ডাক্তার ও নার্সরা তার কাছে আসা বন্ধ করে দেয়। ফলে বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন এই তরুণী।

নাজমা আমীনের পিতা আমিন উল্লাহ জানান, কানাডায় রিজাইনা বিশ্ববিদ্যালয়ে সে পড়ালেখা করে। ছুটিতে বাংলাদেশে আসে মা-বাবার সাথে দেখা করতে। হঠাৎ তার শারীরিক শ্বাসজনিত অসুস্থ্য হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। তখন নার্স ও বিভিন্ন স্টাফরা জানতে পারে কানাডায় থেকে এসেছে নাজমা আমীন এবং সাথে সাথে তার থেকে সবাই দূরে সরে যায়, দীর্ঘ সময় পরে চিকিৎসক এসে একটা ইনজেকশন দেয়, তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করে নাজমা আমীন। তার রিপোর্টে করোনাভাইরাস ধরা পড়েনি ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি