শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা টাউনহলের বিবর্ণ দশা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৩.২০২০

স্টাফ রিপোর্টারঃ

অযত্নে-অবহেলায় ভেঙে গেছে কুমিল্লার বিভিন্ন উৎসব, ঐতিহ্যের মূল ভেন্যু বীরচন্দ্র নগর মিলনায়তনের (টাউনহল) গেইট সংলগ্ন সম্মুখভাগের বাউন্ডারি দেয়ালের স্টিলের ব্যারিকেড। ভেঙ্গে গেছে টাউনহলের বাউন্ডারির ইটের দেয়ালের কিছু কিছু জায়গাও। অবশিষ্ট দেয়াল ঘেঁষে ও দেয়ালের উপর অস্থায়ী দোকান বসিয়েছে হকাররা।

সরেজমিনে ঘুরে এই চিত্র দেখা গেছে। মূলত পলেস্তরা নেই বলেই দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে বাউন্ডারি দেয়াল। দীর্ঘদিন ধরে ভেঙ্গে পড়ে আছে ওয়ালের উপরের অংশের লোহার ব্যারিকেডও। সংস্কার করার যেনো কেউ নেই। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে কথা হয় মনোহরপুর এলাকার বাসিন্দা এরশাদ মিঞার সঙ্গে। তিনি বলেন, ‘দেখভালের অভাবেই এই দুর্দশা। কুমিল্লার এত গুরুত্বপূর্ণ জায়গাটির এমন ভগ্নদশা দেখে খারাপ লাগে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি