শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বিশ্বের ইতিহাসের ভোটের লজ্জায় ধানমণ্ডি


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৩.২০২০

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা-১০ ধানমণ্ডি আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন (নৌকা)। তিনি ১১৭টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ১৫৯৫৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ রবিউল আলম (ধানের শীষ) মোট ভোট পেয়েছেন ৮১৭। নির্বাচনে ভোট পড়েছে ভোট পড়েছে ৫.২৮ শতাংশ।

অর্থাৎ প্রায় ৯৫ ভাগ মানুষ এই ভোটকে ভোট দেননি। করোনা আক্রান্তের কারণে এই নির্বাচন পেছানোর দাবি করা হয়েছিল। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে ৫ শতাংশ ভোটে জয়ী হয়ে জনপ্রতিনিধি হওয়ার রেকর্ড গড়লেন আওয়ামী লীগের এই প্রার্থী।

এই নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে চিত্তাকর্ষক মাধ্যম ভোট ব্যবস্থাই হুমকি ও লজ্জার মুখে পড়লো বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি