বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে চলছে লকডাউন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০২০

মুহা. ফখরুদ্দীন ইমনঃ

মরণঘাতক বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভয়াবহতা প্রতিরোধে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের নির্দেশে লকডাউন চলছে।

লকডাউন চলাকালে উপজেলার সকল রাস্তাঘাটসহ সর্বত্র এখন ফাঁকা। সীমিত আকারে কিছু ছোট যানবাহন চলাচল করলেও বুধবার (২৫ মার্চ) বিকাল থেকে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের নির্দেশে এবং থানা পুলিশের সহযোগিতায় শুধুমাত্র হাসপাতাল, ফার্মেসী, মুদি দোকান ও কাঁচা বাজার ছাড়া উপজেলার প্রত্যেকটি বাজার, জনবহুল এলাকার সকল দোকান ও শপিংমল সমূহ বন্ধ রয়েছে। রাস্তা ঘাটে লোক সমাগম নেই বললেই চলে। সাধারণ মানুষ ঘরে অবস্থান করছে।

এর আগে উপজেলা প্রশাসন থেকে ঘোষণা করা হয়, লকডাউন চলাকালে জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবেন না। সবাইকে নিজ নিজ ঘরে অবস্থান করতে হবে। তবে এসময় শুধু সরকারি জরুরী সেবা অব্যাহত থাকবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।

এদিকে অকারণে জনসাধারণের চলাফেরা নিয়ন্ত্রণে কুমিল্লা জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় সেনা ও পুলিশি টহল অব্যাহত রয়েছে। বৃস্পতিবার (২৬ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মো. নাছির উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি টিমকে চৌদ্দগ্রাম বাজারে জনসাধারণকে ঘরে অবস্থান করার জন্য হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে সচেতন করতে দেখা যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি