বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বিজয়পুর স্কুলে শ্রমিকদের খাওয়া-আশ্রয়ের ব্যবস্থা করলেন জেলা প্রশাসক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০২০

সালাউদ্দিন সোহেল:
করোনা ভাইরাসের কারনে সরকার ঘোষিত যান বাহন চলাচল বন্ধ থাকায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর স্কুলে আটকা পড়েন দেশের উত্তরবঙ্গ থেকে কাজ করতে আসা ৬৫ জন কৃষি শ্রমিক ।

এ খবর পেয়ে শুক্রবার রাতে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর বিজয়পুর স্কুলে গিয়ে কৃষি শ্রমিকদের নিজ হাতে খাদ্য বিতরণ করেন এবং ওই স্কুলে থাকার ব্যবস্থা করেন।

এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মদ কেয়ামত, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা কর্মকর্তাবৃন্দ ও ৪ নং বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি