শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বৃদ্ধদের কান ধরানো যশোরের সেই এসিল্যান্ড সাইয়েমা হাসানকে প্রত্যাহার


বৃদ্ধদের কান ধরানো যশোরের সেই এসিল্যান্ড সাইয়েমা হাসানকে প্রত্যাহার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০২০

ডেস্ক রিপোর্টঃ

বৃদ্ধদের কান ধরানো যশোরের মণিরামপুরের সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।

গতকাল শুক্রবার বিকেলে মাস্ক না পরায় শাস্তি হিসেবে তিন বৃদ্ধকে কান ধরিয়ে ছবি তোলেন সাইয়েমা হাসান। সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। সরকারি ওয়েবসাইটে সেই ছবি আপলোড করার মতো ঘৃণ্য কাজও করেন সাইয়েমা। এতে ক্ষুব্ধ হয়ে যশোর জেলার সরকারি ওয়েবসাইটে সাইয়েমা হাসানেরও কান ধরার দৃশ্য এঁটে দেয় হ্যাকাররা।

স্থানীয় সূত্রে জানা যায়, করোনাভাইরাস মোকাবিলায় জনসমাগম নিয়ন্ত্রণে যশোরের মণিরামপুুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের নেতৃত্বে শুক্রবার বিকেল থেকে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। বিকেল সাড়ে ৫টার দিকে চিনাটোলা বাজারে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন দুই বৃদ্ধ। এর মধ্যে একজন বাইসাইকেল চালিয়ে আসছিলেন। অপরজন রাস্তার পাশে বসে কাঁচা তরকারি বিক্রি করছিলেন। তাদের মুখে মাস্ক ছিল না। এ সময় পুলিশ ওই দুই বৃদ্ধকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সাইয়েমা হাসান শাস্তি হিসেবে তাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন। শুধু তাই নয়, এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজেই তার মোবাইল ফোনে এ চিত্র ধারণ করেন। এছাড়া পরবর্তীতে অপর এক বৃদ্ধ ভ্যানচলককে অনুরূপভাবে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন। শুক্রবার রাতে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। একজন সরকারি কর্মকর্তার এমন অমানবিক কর্মকাণ্ডে ধিক্কার জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

এর প্রেক্ষিতে সাইয়েমা হাসান মনিরামপুরের সাংবাদিকদের বলেছেন, সরকারি দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনে ভুল হতে পারে। ঘটনাটি নিয়ে তিনি বিব্রত। ভুল হয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি