শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


চান্দিনা পৌরসভায় হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০২০


চান্দিনা প্রতিনিধি:
চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের স্বাভাবিক আয় বন্ধ রয়েছে। এই সময়ে চান্দিনা পৌর পরিষদ তাদের পাশে দাঁড়িয়েছেন। পৌরসভার পক্ষ থেকে ১০ মেট্রিকটন চাল বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পৌরসভা এলাকার জন্য ২ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়।

বুধবার (১ এপ্রিল) কুমিল্লার চান্দিনা পৌরসভার ৬নং ও ৮নং ওয়ার্ডে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে চাল ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম। ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সুরুজ ভূইয়ার সভাপতিত্বে বুধবার সকালে চান্দিনা পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে এবং ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবদুর রব এর সভাপতিত্বে চান্দিয়ারায় ওই বিতরণ অনুষ্ঠান হয়। পৃথক বিতরণ অনুষ্ঠানে দুটি ওয়ার্ডের ২শত ৩০ জন হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জাফর উল্লাহ্ আজাদ, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মো. মাসুমুর রহমান মাসুদ, আওয়ামীলীগ নেতা কাজী সালাহউদ্দিন প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি