শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৪.২০২০


মোঃ সফিউল আলমঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির নির্দেশনায় সামাজিক দূরত্ব মেনে হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চৌদ্দগ্রাম উপজেলা কনকাপৈত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল।

এই সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহআলম পাটোয়ারী,কনকাপৈত পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ফয়সাল হামিদ, কনকাপৈত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শাহীন,কনকাপৈত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল ফরিদ,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শাকিল,সাংগঠনিক সম্পাদক রাকিব সহ স্থানীয় নেতৃবৃন্দ।

কনকাপৈত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল বলেন সাবেক রেলমন্ত্রী চৌদ্দগ্রামের মাটি ও মানুষের নেতা মুজিবুল হক এমপির মাধ্যামে মেঘনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান মোস্তফা কামাল দুই হাজার প্যাকেট খাদ্য সামগ্রী আপনাদের জন্য দিয়েছে,সরকারি ভাবে ও আমি ব্যক্তিগতভাবে আগে দুইবার খাদ্য সামগ্রী বিতরণ করেছি আজ আরো ৪৫০ পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হবে,আমার নেতা মুজিবুল হকের নির্দেশে কেউ না খেয়ে থাকবে না, আপনারা যাদের ঘরে খাবার নাই জানালে আমরা সকল ব্যবস্থা করবো,খাদ্য সামগ্রী বিতরণ করেছি এ বিতরন অব্যহত থাকবে। আপনাদের কাছে অনুরোধ করোনা ভাইরাসের মোকাবেলায় আপনারা সরকারের নিয়ম মেনে চলবেন,বিনা কারণে ঘরে থেকে বাহির হবেন না,সমাজিক দূরত্ব মেনে চলবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি