শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু: বাড়ি লকডাউন, নমুনা পাঠানো হবে ঢাকায়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায়  করোনা উপসর্গ নিয়ে আলেক খান (৫৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে ঢাকায়।

রোববার (৫ এপ্রিল)  ভোররাতে উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড.শাহীনুর আলম সুমন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান খলিল তালুকদার জানান, নিহতের বাড়ির সাতটি পরিবার শনিবার রাতে লকডাউন করার পর থেকে পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা পাহারায় রেখেছেন।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান জানান, শনিবার রাতে উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের ৫৫ বছর বয়সী আলেক খানের অসুস্থতার লক্ষণকে করোনার উপসর্গের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে করায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার সুপারিশে সেই বাড়ির ৭ টি পরিবারকে লক ডাউন করা হয়।  তাঁর মৃত্যু হয়েছে  ।  আজ রোববার সকালে তার নমুনা সংগ্রহ করা হয়েছে মর্মে স্বাস্থ্য কর্মকর্তা নিশ্চিত করেছেন। তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি