মঙ্গলবার,২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


চান্দিনায় মানুষকে ঘরে ফিরাতে কাজ করছেন পুলিশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০২০


চান্দিনা প্রতিনিধি:
চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে মানুষকে ঘরে ফিরাতে কঠোর অবস্থানে রয়েছেন চান্দিনা থানা পুলিশ। সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. আবুল ফয়সল উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামাঞ্চলে গিয়ে মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করছেন। শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি চান্দিনা উপজেলা সদর, মাধাইয়া, বাড়েরা, মাইজখারসহ বিভিন্ন এলাকায় ঘুরে মানুষকে ঘরে থাকার অনুরোধ করেন।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. আবুল ফয়সল বলেন- সরকার টিভি চ্যানেলসহ বিভিন্ন প্রচার মাধ্যমে জন সচেতনতা সৃষ্টির জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। তবুও মানুষের মধ্যে সচেতনতা কম। সামাজিক দূরত্বের বিষয়টি গ্রামাঞ্চলের মানুষ মানছে না। আমরা প্রতিদিন যথা সম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি