বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার বাগিচাগাঁওতে ১৫টি পরিবার  লকডাউন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা বাগিচাগাঁও এলাকায় করোনা সংক্রমন সন্দেহে এক ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও ৫ তলা বাড়িটি লকডাউন করা হয়েছে। যেখানে ১৫টি পরিবার বসবাস করছেন।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেডিকেল টেকনলজিস্ট জহিরুল ইসলাম বলেন, আমরা গতকাল নগরীর পশ্চিম বাগিচাগাঁও এলাকার ফাতেমা ম্যানশনের তৃতীয় তলার একজন থেকে নমুনা সংগ্রহ করেছি। তার বয়স ২১। নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে। এখন রিপোর্টের অপেক্ষায় আছি।

অসুস্থ ব্যক্তির বড় ভাই রবিন বলেন, আমার ছোট ভাইয়ের গত তিন সপ্তাহ ধরে কাশি ও জ্বর । কাশির কারনে তার শ্বাসকষ্ট হতো। কিছুটা গলা ব্যাথা ছিলো। আমি তাকে নেবুলাইজড করতাম। মোবাইলে চিকিৎসা নিয়েছি। সে এখন আগের তুলনায় কিছুটা সুস্থ আছে উল্লেখ করে তিনি জানান, গতকাল তার ছোট ভাইয়ের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

কুমিল্লা সিভিল সার্জন নিয়াতুজ্জামান জানান,গতকাল রবিবার বাগিচাগাঁও এলাকা থেকে এক ব্যক্তির করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্ট আসলে বলা যাবে তিনি করোনায় আক্রান্ত কি না।

কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন জানান, যার নমুনা সংগ্রহ করা হয়েছে তার অবস্থান সিটি কর্পোরেশন এলাকায়। উপজেলা প্রশাসন বিষয়টির সাথে সংশ্লিষ্ট না। তবুও আমরা খোঁজ খবর নিচ্ছি।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি