বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার মসজিদ, বাজার, অলি-গলিতে সেনাবাহিনীর সচেতনতামূলক প্রচারণা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মহানগরীর মসজিদ, বাজার, অলি-গলিতে সেনাবাহিনী ও জেলা প্রশাসন সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে।

নগরীর কাশারীপট্টি, মৌলভীপাড়ার এলাকার কয়েকটি মসজিদের ইমাম ও মুসল্লিদের সাথে সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কথা বলেন। এ সময় সবাইকে মাস্ক, নিরাপদ দূরত্ব বজায় রেখে দাড়ানো, মসজিদ পরিষ্কার রাখার বিষয়ে বলা হয়।

এছাড়া নগরীর অলি-গলিতে ঢুকে সেনাবাহিনী মাইকিং করেন, মানুষকে ঘরে থাকার জন্য অনুরোধ করেন। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতাদের দ্রুত কাজ শেষ করে বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করেন।

এ সময় কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীরের ক্যাপ্টেন সাইফ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত দত্ত উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি