শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বি-বাড়িয়ার কসবায় গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে নারীর মৃত্যু, নমুনা সংগ্রহ


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৪.২০২০

কসবা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রোববার দুপুরে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের লোকজন করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন।

ওই নারীর নাম শিউলী আক্তার (৩৫)। তিনি কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামের আল-আমিন মিয়ার স্ত্রী। এই দম্পতির দুই সন্তান রয়েছে।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিউলী আক্তার কয়েক দিন ধরে গলাব্যথা, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। রোববার দুপুরের দিকে সমস্যা আরও বেড়ে যায়। তবে হাসপাতালে নেওয়ার আগে তিনি নিজ বাড়িতেই মারা যান। স্থানীয় লোকজনের মাধ্যমে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ খবর পায়। পরে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লোকজন বাড়িতে গিয়ে মৃত শিউলী আক্তারের নমুনা সংগ্রহ করেন।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম বলেন, নমুনা সংগ্রহ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত বাড়িটিতে যাতায়াত সীমিত করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি