বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বিশ্বে করোনায় মৃত্যু আড়াই লাখেরও বেশি,আক্রান্ত ৩৬ লাখ ছাড়িয়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৫.২০২০

ডেস্ক রিপোর্টঃ

করোনা মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন আড়াই লাখেরও বেশি মানুষ।আর এতে সংক্রমিত হয়েছেন এ পর্যন্ত ৩৬ লাখ ৩ হাজার ৫২১ জন।সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ লাখ ৬৯ হাজার ৩৩৩ জন।

সোমবার রাতে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে ১১ লাখ ৯৪ হাজার ৪৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এতে সংক্রমিত হয়ে এ পর্যন্ত ৬৯ হাজার ৮ জন মারা গেছেন।

এর পরেই সংক্রমণে দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপের দেশ স্পেন। দেশটিতে ২ লাখ ৪৮ হাজার ৩০১ জন করোনায় আক্রান্ত হয়েছন। আর এতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৫ হাজার ৪২৮ জন।

এরপরেই সংক্রমণে তৃতীয় আর মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ইতালি। দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ১১ হাজার ৯৩৮ জন আক্রান্ত হয়েছেন। আর এতে সংক্রমিত হয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৯ হাজর ৭৯জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি