শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় প্রতিদিনই নতুন এলাকাগুলোতে দ্রুত হারে বাড়ছে করোনার সংক্রমণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০২০

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার জেলার নতুন নতুন এলাকাগুলোতে প্রতিদিনই দ্রুত হারে ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ। জেলাজুড়ে গত ২৯ দিনে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৩৪ জন।

আজ শুক্রবার (৮ মে) জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ২ জনের।মোট মৃত্যু হলো ৬ জনের।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে ১৫টি উপজেলায় ১৩৪ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে দেবীদ্বারে ৩৭ জন, লাকসামে ১৩, মুরাদনগরে ১২, চান্দিনায় ১১, তিতাসে ১১, দাউদকান্দিতে ৯, বুড়িচংয়ে ৮, বরুড়ায় ১০ , মনোহরগঞ্জে ৫, আদর্শ সদর উপজেলায় ৮ (সিটি করপোরেশনে ৬ ও গ্রামাঞ্চলে ২ জন), সদর দক্ষিণে ৩, হোমনায় ২, ব্রাহ্মণপাড়ায় ২, মেঘনায় ২ জন ও চৌদ্দগ্রাম উপজেলায় ১ জন। সুস্থ হয়েছেন ২৬ জন। দেবীদ্বারের ৪ জন, চান্দিনার একজনসহ মোট ৬ জন মারা গেছেন। নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়নি।

নগরীর হাটবাজার ও সড়কে লোকসমাগম বেড়েছে কয়েক গুণ। চলছে সব ধরনের যানবাহন। মসজিদেও মুসল্লি বেড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কুমিল্লার বিভিন্ন কমিউনিটিতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গত কয়েক দিনের শনাক্ত রোগীর সংখ্যা পর্যালোচনা করে দেখা গেছে, এটি প্রায় জ্যামিতিক হারেই বাড়ছে। এটি কমিউনিটিতে ছড়িয়ে পড়েছে। পরীক্ষা বাড়ছে, শনাক্ত আরও বেশি হবে। এ অবস্থায় নিজেকে ও চারপাশ সুরক্ষিত রাখতে হবে। এ মাসও অন্ততপক্ষে সবাইকে ঘরে থাকতে হবে। কোনো কিছু খোলা ঠিক হবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি