শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


করোনা: দেবিদ্বার থেকে ব্রাহ্মণপাড়ায় জনসাধারণের যাতায়াত ও যানবাহন চলাচলে বন্ধ ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৫.২০২০

স্টাফ রিপোর্টার:

প্রাণঘাতী করোনার সংক্রমণে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা করোনা ‌‍‍‘হটস্পট’ খ্যাত হয়ে উঠেছে। গত কয়েক দিনে দেবিদ্বারে অন্তত ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন।

এ বিষয়টিকে প্রাধান্য দিয়ে শনিবার দেবিদ্বার থেকে ব্রাহ্মনপাড়ায় প্রবেশের চারটি পয়েন্ট লকডাউন করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা।

ব্রাহ্মনপাড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা ‌‍‍‘হটস্পট’ খ্যাত দেবিদ্বার উপজেলা এখন প্রবল করোনায় সংক্রমিত এলাকা।
এই উপজেলায় দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাই করোনা সংক্রমণের বিস্তার রোধে দেবিদ্বারের সাথে প্রজাপতি, লাড়ুচৌ এগারগ্রামের বেড়াখলা ও দিঘীরপাড় এ চারটি স্পট দিয়ে ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বারে মানুষজন যাতায়াতে ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। চলাচলে উল্লেখিত চারটি সড়ক বন্ধ করে দেয়া হয়েছে।

ব্রাহ্মনপাড়া নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা জানান, দেবিদ্বারে এখন দ্রুত করোনা সংক্রমণ ঘটছে। দেবিদ্বার থেকে ব্রাহ্মনপাড়ায় প্রবেশের চারটি পয়েন্ট রয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে দেবিদ্বার থেকে ব্রাহ্মনপাড়া প্রবেশের চারটি পয়েন্ট লকডাউন করেছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লকডাউন করা সড়কগুলো দিয়ে জনসাধারণ ও যানবাহন চলাচল বন্ধ থাকবে।

লকডাউন কালে উপস্থিত ছিলেন ব্রাহ্মনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি