শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা শহরে আরো ৩ জনের করোনা শনাক্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৫.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে আজ শুক্রবার নতুন করে আরো তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । এই পর্যন্ত শহরে মোট ১৬ জন আক্রান্ত হয়েছেন ।

নগরীতে আক্রান্ত ব্যাক্তিরা হলেন, নগরীর ঝাউতলা এলাকার ঔষধ কোম্পানী অপসোনিনের কার্যালয়ের দুইজন (তাদের দুইজনের বাড়ি ছোটরা ও ঝাউতলা ) ও কুমিল্লা সিটি করপোরেশনের একজন ওয়ার্ড কাউন্সিলরের সচিব । সচিবের বাড়ি সংরাইশ। এর আগে অপসোনিনের এরিয়া ম্যানেজার করোনায় আক্রান্ত হন। ফলে অপসোনিনের ৩ জন করোনায় আক্রান্ত হলেন। অপসোনিনের কার্যালয়টি আগেই লকডাউন করা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতিজ্জামান ও সংক্রমণ প্রতিরোধ জেলা সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি