বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুজিস্কু -২০০০ গ্রুপের উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রী  পেয়েছে ৩০২ টি অসহায় পরিবার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৫.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জিলা স্কুল -২০০০ (কুজিস্কু –২০০০ গ্রুপ) ব্যাচের উদ্যোগে কুমিল্লা সদর, নগরী ও বুড়িচংয়ের ৩০২ টি অসহায় পরিবার এবং ৬ টি মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে কুমিল্লা নগরীর ১৭ নং ওয়ার্ডের সংরাইশের পাক পাঞ্জাতন মাদ্রাসা ও এতিমখানা, পদুয়ার বাজার বিশ্বরোডের উত্তর রামপুরের মাদরাসায়ে ইসলামীয়া জমিরুল উলুম ও এতিমখানা, বুড়িচংয়ের খাড়াতাইয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, দৌলতপুর মধ্যপাড়া এতিমখানা ও মাদ্রাসা, সদরের বদরপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুদের পরিবারের মাঝে ১৬২ প্যাকেট ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বাকি ১৪০ প্যাকেট অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

উপহার প্যাকেটগুলোতে পোলাও চাল, তেল, পেয়াজ, সেমাই, মসল্লা, চিনি ও সাবান ছিল। এছাড়া প্রতি প্যাকেটের সাথে ১৫০ টাকা করে মুরগি কেনার জন্য দেয়া হয়েছে। 

উপহার বিতরণকালে কুমিল্লা জিলা স্কুল -২০০০ (কুজিস্কু –২০০০ গ্রুপ) ব্যাচের সাইফুল জুয়েল, কাজী বেলায়েত উল্লাহ্ জুয়েল , সাইদুল হক শাওন, হাসানুজ্জামান তানিন, আসিফ ইকবাল ফারিয়াল, আসিফ ইমরান, মেহেদী দিপু, বশির পাটোয়ারী, মহিবুবুল হক ছোটন, রায়হান, ফয়সল পাভেল, কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া এই মহৎ উদ্যোগটি গ্রহণ ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মাকসুদ উল্লাহ,নাঈম , আলভী, সাইফুল জুয়েল, ডাক্তার শাওন, জনি, বাবু, কাজী জুয়েল, রুবেল, লিমন, হাবিবসহ আরো অনেকে। সর্বোপরি সবার সহযোগিতায় এই মহৎ উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি