শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


জেনে রাখুন শরীরের বিভিন্ন সমস্যা ছাড়াতে গোলাপজলের ব্যবহার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৫.২০২০

লাইফস্টাইল ডেস্কঃ

ত্বকে ব্রণ-ফুসকুড়ি, চর্মরোগ, চোখ ওঠার সমস্যা ও শরীরের বিভিন্ন ক্ষত সারাতে কয়েক ফোঁটা গোলাপজল যথেষ্ট।

এতে থাকা অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান স্যানিটাইজার হিসেবে খুব ভালো কাজ করে। শুষ্ক ত্বকে আর্দ্রতা ফেরাতে ও তৈলাক্ত ত্বকের বাড়তি তেলাভাব কমাতে সাহায্য করে। এ ছাড়া সৌন্দর্যচর্চায় ফেসপ্যাকে গোলাপজল ব্যবহার করতে পারেন।

চোখ ও ত্বকের যেসব রোগ সারাবে গোলাপজল

১. ত্বকে শুষ্কভাব দূর করতে ছিটিয়ে নিন কয়েক ফোঁটা গোলাপজল। আর্দ্র হবে ত্বক।

২. গোলাপজলে থাকা অ্যাস্ট্রিনজেন্ট ত্বকের খুব ভালো টোনার।

৩. ফ্রিজে রাখা ঠাণ্ডা গোলাপজল অ্যাকজিমার ওপর নিয়মিত লাগালে ১৫ দিনে ফল পাবেন।

৪. রাতে ঘুমানোর আগে নিয়মিত গোলাপজল লাগিয়ে ঘুমান। এক সপ্তাহে ত্বক টান টান হবে।

৫. গোলাপজল খুব ভালো অ্যান্টি-অক্সিডেন্ট। ত্বকের যে কোনো সমস্যা ব্যবহার করতে পারেন।

৬. ত্বকে ব্রণ-ফুসকুড়ি, চর্মরোগ, চোখ ওঠার সমস্যা ও শরীরের বিভিন্ন ক্ষত সারাতে কয়েক ফোঁটা গোলাপজল যথেষ্ট।

যেভাবে ব্যবহার করবেন-

১. গরম পানির ভাপ নিন। ত্বকের ছিদ্র খুলে যায় এতে। ধুলো-ময়লা বেরিয়ে আসে। এবার তুলোয় করে ঠাণ্ডা গোলাপজল নিয়ে মুখ মুছে নিন।

২. নিয়মিত গোলাপজল দিয়ে গোসল করলে অবসাদ, মাথায় অসহ্য ব্যথা দূর হয়।

৩. তুলোয় করে বরফ ঠাণ্ডা গোলাপজল কপালে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। ১৫ মিনিট পরেই আরাম পাবেন।

৪. গোলাপজল নিয়মিত লাগালে ব্রণ ও ফুসকুড়ি কমে। ২ চা-চামচ পাতিলেবুর রস আর ২টা-চামচ গোলাপজল মিশিয়ে দিনে দুবার লাগান ব্রণে।

৫. ক্ষতস্থানে গোলাপজল লাগাতে পারেন। স্যানিটাইজার হিসেবেও এটি খুব ভালো।

তথ্যসূত্র: এনডিটিভি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি