শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার লালমাইয়ে সেনাবাহিনীর ঈদ বাজার: খাদ্য ও বস্ত্র পেলেন ৪০০ অসহায় পরিবার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৫.২০২০

ইমতিয়াজ আহমেদ জিতু:

কুমিল্লা মহানগরীর পর এবার কুমিল্লার লালমাই উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী অসহায় মানুষের জন্য ঈদ বাজারের আয়োজন করেছে।

কুমিল্লা এরিয়ার ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়নের উদ্যোগে ঈদ বাজারের আয়োজন করা হয়।

শনিবার (২৩ মে) বিকেল ৪ টায় লালমাই উপজেলার হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ বাজার থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র সংগ্রহ করে প্রায় ৪ শতাধিক অসহায় মানুষ । একই দিন জেলার ৭ উপজেলায় ১৩টি এতিমখানার প্রায় ৪ শত এতিম শিশুর মাঝে ঈদের খাদ্য ও নগদ অর্থ বিতরণ করেন সেনাবাহিনীর এই ইউনিট।

উপকরণগুলোর মধ্যে চাল, ডাল, আটা, সেমাই, তেল, লাউ, কুমড়ো, সাবান, সবজি, শার্ট, লুঙ্গি, পান্জাবি, শাড়ি ইত্যাদি ছিল বিভিন্ন স্টলে।

ঈদ বাজারে উপস্থিত ছিলেন ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ রেজাউল করিম । এছাড়া আরো উপস্থিত ছিলেন মেজর মোয়াজ্জেম, ক্যাপ্টেন জোবায়ের, ক্যাপ্টেন মোঃ মুহতাসিম ইশমাম অরন্যসহ আরো অনেকে।

১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ রেজাউল করিম বলেন, করোনার এই সংকটময় মুহূর্তে আমরা চেষ্টা করেছি অন্তত কিছু অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। সেই প্রেক্ষিতে এই ঈদ বাজারের আয়োজন । ঈদের দিন যাতে এই অসহায় মানুষেরা তাদের পরিবার নিয়ে কিছু রান্না করে খেতে পারে সেটাই আমাদের লক্ষ্য ছিল। এছাড়া মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে আমরা সচেতনতামূলক কাজ করে যাচ্ছি। সবাই সচেতন হোন । ঘরে থাকুন, নিজে নিরাপদ থাকুন, অপরকে নিরাপদ রাখুন। সবার সচেতনতাই পারে কুমিল্লাকে করোনামুক্ত রাখতে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি