শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার দেবিদ্বারে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির রিপোর্ট পজেটিভ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৫.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় গত রবিবার (২২ মে) করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন মোর্শেদ আলম (৬৫) নামের এক ব্যক্তি।তাৎক্ষনিক তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছিল।

আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এই ব্যক্তির রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।

করোনায় মৃত মোর্শেদ আলমের বাড়ি উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংচর এলাকায়।

জানা যায়, গত বৃহস্পতিবার (২১ মে) মোর্শেদ আলমের স্বাস্থ্যের অবনতি দেখা দিলে তাকে তাৎক্ষনিকভাবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়। পরেরদিন তাকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে সদরের শাসনগাছা এলাকাতেই তিনি মারা যান।

উল্লেখ্য, কুমিল্লার দেবিদ্বার উপজেলায় আজ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা মোট ১২৮ জন। এর মধ্যে মারা গেছেন ১০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন ৩ জন, ঢাকায় ৩ জন, কুমিল্লা সিএমএইচে ১ জন এবং বাড়িতে হোম আইসোলেশনে আছেন ৯০ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি