বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় সিভিল সার্জনসহ ২১ চিকিৎসক কোয়ারেন্টাইনে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৫.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামানসহ সদর হাসপাতালের ২১ জন চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বিভিন্ন উপজেলা থেকে আনা চিকিৎসকদের দ্বারা কুমিল্লা সদর হাসপাতালে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কুমিল্লা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান।

জানা যায়, রবিবার দুপুরে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে ২১ জন চিকিৎসক নিয়ে এক বৈঠক হয়।রাতে তারা জানতে পারেন বৈঠকে থাকা তিন জন গাইনী বিভাগের চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে।

বর্তমানে গাইনী বিভাগ জীবানুমুক্ত করা হয়েছে এবং কুমিল্লার সিভিল সার্জনসহ ২১ জন চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি