শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ৪৭ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৫.২০২০


খালিদ বিন নজরুল:

করোনা এখন প্রভাব বিস্তার করছে কুমিল্লা জেলায়। জেলার প্রায় সব উপজেলায়ই ফ্রন্ট ফাইটার চিকিৎসকদের আক্রান্ত করছে। কুমিল্লায় এ পর্যন্ত ২৫ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, পরিচ্ছন্নতা কর্মীসহ আরও ২২ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭২ জনে।

মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার সংক্রমণ বিষয়ক সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী।

এদিকে, কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামানসহ সদর হাসপাতালের ২১ চিকিৎসককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। রোববার দুপুরে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে ২১ জন চিকিৎসক নিয়ে এক বৈঠক হয়। রাতে তারা জানতে পারেন বৈঠকে থাকা গাইনী বিভাগের তিন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে।

কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। বিভিন্ন উপজেলা থেকে আনা চিকিৎসকদের দিয়ে কুমিল্লা সদর হাসপাতালে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

নতুন আক্রান্ত ৩৭ জনের মধ্যে মুরাদনগরে ৮ জন, চান্দিনাতে ১৪ জন, বরুড়ায় ২ জন, হোমনাতে একজন, মেঘনায় একজন, দেবিদ্বারে একজন, লাকসামে ৫ জন, সিটি কর্পোরেশনে ৪ জন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রয়েছেন।

কুমিল্লার চান্দিনা ও দেবিদ্বারে দুইজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ।

এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে। সর্বাধিক আক্রান্ত দেবিদ্বারে মৃত্যু হয়েছে ১০ জনের। জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি