শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


একদিনেই কুমিল্লার চান্দিনায় ১৭ জন করোনায় আক্রান্ত, প্রাণহানী ১ জনের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৫.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় একদিনেই প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে ১৭ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত উপজেলায় সর্বমোট ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১০ জন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে উপজেলা সদরের বিসমিল্লাহ্ হোটেলের মালিক মো. নজরুল ইসলাম (৫৫) ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৩টায় মারা যান। তিনি উপজেলা সদরের হারং গ্রামের মরহুম আবদুল খালেকের ছেলে। এই নিয়ে উপজেলায় করোনায় প্রাণ গিয়েছে মোট ৬ জনের।

আজ বৃহস্পতিবার (২৮ মে) করোনায় আক্রান্তরা হলেন- মাধাইয়ায় ৬ জন, ছয়ঘরিয়ায় ৫ জন, লগড্ডায় ১ জন, নারাচোঁ ১ জন, সুরিখোলায় ২ জন, ছায়কোটে ১ জন এবং ঔষুধ কোম্পানির ১ জনসহ মোট ১৭ জন।

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি