শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার দুই উপজেলায় পৃথক ঘটনায় আ’লীগ নেতাসহ দু’জনকে কুপিয়ে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৫.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলার দাউদকান্দি ও তিতাস উপজেলায় পৃথক ঘটনায় একইদিনে দু’জনকে হত্যা করা হয়েছে।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পিপিইয়াকান্দি গ্রামে ঈদের আগের দিন গাছ কাটাকে কেন্দ্র করে নুরু শাফি নামে ৬০ বছরের বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পিপিইয়াকান্দি গ্রামের মৃত মনু মিয়ার ছেলে প্রবাসী নবীর হোসেন বাড়িতে নির্মাণ সামগ্রী নেয়ার জন্য নুরু শাফির আম ও নারিকেল গাছ কাটতে যায়। গাছকাটায় নুরু শাফি বাঁধা দিলে গাছ কাটার দা, কুড়াল দিয়ে তাকেসহ তিনজনকে এলোপাতারী কুপিয়ে আহত করে। চিৎকার শুনে এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আশংকাজনক অবস্থায় নুর সাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুরু শাফির ছেলে মোঃ কাসেম একই গ্রামের নয়জনকে আসামী করে পরদিন দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা করেন এবং পুলিশ নবীর হোসেন ও দ্বীন ইসলাম নামে দু’জনকে আটক করে ।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ হানিফ মিয়া বলেন, সীমানা নিয়ে পূর্বের বিরোধ এবং গাছকাটাকে কেন্দ্র করেই হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে উদিয়মান হয়। এলাকাবাসীর সহযোগিতায় এজাহারভূক্ত ১নং ও ৫নং আসামীকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে একইদিন কুমিল্লার তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নে কৈয়ারপাড় এলাকায় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নবীর হোসেন (৬০)কে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তিতাস থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যায় জগতপুর ইউনিয়নের উজিরকান্দি বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথ কৈয়ারপাড় ও উজিরাকান্দি সড়কের মাঝামাঝি স্থানে নবীর হোসেন হত্যাকান্ডের শিকার হন। তার গলায় ও পেটে ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। নবীর হোসেনের ভাতিজা আব্দুল আওয়ালসহ ৪/৫জনকে আসামী করে তিতাস থানায় হত্যা মামলা করেছে তাঁর ছেলে রাসেল।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আব্দুল আউয়াল এ হত্যাকান্ড ঘটিয়েছে। আউয়াল তিতাস থানার তালিকাভূক্ত ডাকাত দলের সদস্য। ঘটনার পর থেকে আউয়াল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি