শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা সিটি করপোরেশনে এ পর্যন্ত ১০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৫.২০২০


স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলার সিটি করপোরেশন এলাকায় সর্বমোট ১০০ জন কারোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে ১ জনের।

কুমিল্লা সিটি করপোরেশনে করোনায় আক্রান্তদের মধ্যে- রাজগঞ্জে ৫ জন, অশোকতলায় ৩ জন, নানুয়াদিঘীর পাড় ১ জন, ঠাকুরপাড়ায় ১ জন (ট্রমার ডাক্তার), হাউজিং স্টেটে ৩ জন, দক্ষিন চর্থায় ৩ জন, বিষ্ণপুরে ২ জন, ছোটরায় ২ জন, ঝাউতলায় ১ জন (৯ নং ওয়ার্ড কাউন্সিলর সচিব), নেউরায় ১ জন (চিকিৎসক এর বাবা), চকবাজারে ২ জন, মধ্যম আশ্রাফপুরে ১ জন, পুরাতন মৌলভী পাড়ায় ২ জন, সদর হাসপাতালের ৩ জন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, মেডিকেল কলেজের ডাক্তার ৩ জন, পিডিবির কর্মকর্তা ১ জন, শাসনগাছায় ২ জন, মহিলা কলেজ গেইট ১ জন, শাকতলায় ১ জন, নবাব বাড়ি চৌমুহনী ১ জন, উত্তর কালিয়াজুড়ি কোরের পাড় ১ জন, পুলিশ লাইনে ১ জন, খন্দকার বাড়ির ওয়ার্ডে ২৬ জন, উত্তর চর্থায় ১ জন, দৌলতপরে ১০ জন,
২৭নং ওয়ার্ড কমিশনার, ২১ নং ওয়ার্ড কমিশনার এবং সদর উপজেলা চেয়ারম্যান।

সিভিল সার্জন অফিসের বিগত তথ্য অনুযায়ী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি