বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » স্বাস্থ্য » দেশে রেকর্ডসংখ্যক ২০২৯ জনের করোনা সনাক্ত, আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেল


দেশে রেকর্ডসংখ্যক ২০২৯ জনের করোনা সনাক্ত, আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৫.২০২০

স্টাফ রিপোর্টার:

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘন্টায় এক দিনে রেকর্ডসংখ্যক ২০২৯ জন করোনায় সনাক্ত হয়েছেন।  করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে আরও ১৫ জনের। এ নিয়ে ভাইরাসটির সংক্রমণে মোট মৃত্যু হয়েছে ৫৫৯ জনের।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫০০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৪২৫ জনে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩১০ টি নমুনা সংগ্রহ করা হয়।

বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি