শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


করোনায় মারা গেলেন কুমিল্লার আরো ৪ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৫.২০২০

স্টাফ রিপোর্টার:

২৪ ঘন্টায় করোনা কেড়ে নিলো কুমিল্লার আরো ৪ জনের প্রাণ।

শুক্রবার (২৯ মে) শুক্রবার ভোররাতের দিকে ঢাকায় ২ জনের এবং কুমিল্লায় চিকিৎসাধীন অবস্থান একজনের মৃত্যু হয়। এছাড়া বৃহস্পতিবার হোমনা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা ঢাকার একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তারা হলেন ঢাকায় গ্রীনলাইফ হাসপাতালের আইসিআইতে মারা যান বিশিষ্ট গার্মেন্ট ব্যবসায়ী কুমিল্লার দেবীদ্বারের ৮নং জাফরগঞ্জ ইউনিয়নের ভিরাল্লা গ্রামের খসরুল আলম খান রিপন , আরেকটি হাসপাতালে কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী এলাকার হারুনুর রশিদ ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লার লাকসামের ব্যবসায়ি হেদায়েত উল্ল্যাহ ।

কুমিল্লার হোমনা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুন নাহার ছুটিতে থাকা অবস্থায় ঢাকায় করোনা আক্রান্ত ভাইকে দেখতে গিয়ে তিনিও আক্রান্ত হন। করোনায় আক্রান্ত হয়ে তিনি বৃহস্পতিবার (২৮ মে) ঢাকার একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা ।

ইউএনও তাপ্তি চাকমা জানান, ছুটিতে থাকা অবস্থায় ঢাকায় করোনা আক্রান্ত ভাইকে দেখতে গিয়ে তিনি আক্রান্ত হন। প্রতিদিনই তিনি হোমনায় অফিস করে আবার ঢাকায় ফিরে যেতেন। নাজমুন নাহার বেশ কিছুদিন ছুটিতে ছিলেন। তার স্বামী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বর্তমানে তারা সবাই করোনায় আক্রান্ত। নাজমুন নাহার ২০১০ সালে হোমনায় চাকরিতে যোগ দেন ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি