বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


করোনায় কুমিল্লার দেবিদ্বারে বিএনপি নেতা ও চান্দিনায় সেনাবাহিনীর কর্মকর্তার মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৫.২০২০

স্টাফ রিপোর্টার:

করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লার দেবিদ্বারে উপজেলা বিএনপি নেতা ও চান্দিনায় সেনাবাহিনীর কর্মকর্তার মৃত্যুহয়েছে।

দেবিদ্বার জাফরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক-শিল্পপতি জনাব আব্দুস সালাম ভূইয়া শুক্রবার (২৯ মে) বিকেলে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ তিনি কুমিল্লার সন্তান, দৈনিক মানবজমিনের সাংবাদিক তারিক চয়ন এর চাচা।

কুমিল্লা শহরের ঝাউতলা নিবাসী মরহুম সালাম ভূইয়া তিন কন্যা ও এক পুত্রের জনক। তার এক মেয়ে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক। আরেক মেয়েও ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত।

শুক্রবার (২৯ মে) দুপুর ১২টা ১০ মিনিটে করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার গ্রামের সেনাবাহিনী কর্মকর্তা (সিভিল) মো. মোবারক হোসেন (৫৭) এর মৃত্যু হয়। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়  তিনি ইন্তেকাল করেন।

নিহতের একমাত্র ছেলে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মো. আক্তার হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমৃত্যু তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল ইউনিটের আর্মি মেডিকেল কোরে (এএমসি) কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ঢাকা ক্যান্টনমেন্টে দায়িত্ব পালন করছিলেন।

পারিবারিক সূত্রে জানাযায়, আর্মি মেডিকেল কোরে কর্মরত অবস্থায় গত ২মে মো. মোবারক হোসেনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আগে থেকেই তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। করোনা আক্রান্ত হওয়ায় তার ফুসফুস ডেমেজ হতে শুরু করলে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

শুক্রবার বাদ মাগরিব চান্দিনার পূর্ব মাইজখার মহিলা দাখিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি