বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


এবার এসএসসির ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে ছেলেরা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৫.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা শিক্ষা বোর্ডে চলতি বছরের এস এস সি পরীক্ষার ফলাফলে পাশের হারের দিক থেকে ছেলেরা এগিয়ে রয়েছে। তবে জিপিএ- ৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে মেয়েরা।

আজ রবিবার (৩১ মে) কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

দেখা যায়, চলতি বছর কুমিল্লাশিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মনবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী এই ৬ জেলার ১ হাজার ৭৩২টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট এস এস সি পরীক্ষা দিয়েছে ১ লাখ ৫৯ হাজার ৭০ জন ছাত্র-ছাত্রী।

এর মধ্যে ছাত্র ৬৭ হাজার ৯৯৭ জন আর ছাত্রী ৯১ হাজার ৫৪০জন। ছাত্র পাশ করেছে ৫৮ হাজার ৫৯৬ জন আর ছাত্রী পাশ করেছে ৭৬ হাজার ৯৬৪ জন। ছাত্রের পাশের হার ৮৬.৩১ আর ছাত্রীদের পাশেরহার ৮৪.৪১। এখানে পাশের হারের দিক থেকে ছাত্রীদের থেকে ছাত্ররা ১.৯ ভাগে এগিয়ে রয়েছে।

অপর দিকে, জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে আবার ছাত্রদের চেয়ে ৪১৫টি বেশী পেয়ে এগিয়ে আছে ছাত্রীরা। এবারের এস এস সি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে মোট জিপিএ- ৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন। এর মধ্যে ছাত্ররা পেয়েছে ৪ হাজার ৯১৫ জন আর ছাত্রীরা পেয়েছে ৫ হাজার ৩৩০ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি