বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন নগর পরিকল্পনাবিদ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৬.২০২০

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নগর পরিকল্পনাবিদ সারোয়ার উদ্দিন আহমেদ (৫৭) করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বুধবার (৩ জুন) বিকালে মারা যান। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিডিএ-এর নগর পরিকল্পনাবিদ আবু ঈছা আনসারী।

সিডিএ’র নগর পরিকল্পনাবিদ আবু ঈছা আনসারী বলেন, ‘সারোয়ার উদ্দিন আহমেদ শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার সকালে ম্যাক্স হাসপাতালে ভর্তি হন। এরপর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বুধবার তাকে জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মৃত্যুবরণ করেন।’

তিনি আরও বলেন, ‘সারোয়ার করোনাভাইরাসে আক্রান্ত কিনা জানা যায়নি। মৃত্যুর পর পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার হার্টে রিং পরানো ছিল।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি