শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বিলবাওয়ের বিপক্ষে জয়ে আবারো শীর্ষে মেসির বার্সা


বিলবাওয়ের বিপক্ষে জয়ে আবারো শীর্ষে মেসির বার্সা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৬.২০২০

ডেস্ক রিপোর্ট:

আগের ম্যাচে সেভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে শীর্ষস্থান হারায় বার্সেলোনা। আর তাই লিগের শেষ দিকে এসে শিরোপাটা এক প্রকার নাগালের বাইরেই চলে গেল লিওনেল মেসিদের দলের। লিগ শিরোপা জয়ে তাই সামনের ম্যাচগুলোতে জয়ের বিকল্প তো নেই-ই, সাথে চেয়ে থাকতে হবে রিয়াল মাদ্রিদের ম্যাচের দিকে।

লা লিগার ম্যাচে মঙ্গলবার রাতে ১-০ গোলে জিতেছে কিকে সেতিয়েনের দল। ২০১৮ সালের মার্চের পর এই প্রথম বিলবাওয়ের বিপক্ষে জিতল বার্সেলোনা। ৩১ ম্যাচে ২১ জয় ও ৫ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে বার্সেলোনা। মায়োর্কার বিপক্ষে আজ (বুধবার) জিতলেই শীর্ষে ফিরবে রিয়াল মাদ্রিদ। ৩০ ম্যাচে দলটির পয়েন্ট ৬৫।

চলতি মৌসুমে বার্সেলোনাকে দুইবার হারানো বিলবাও পায় প্রথম সুযোগ। তৃতীয় মিনিটে উনাই লোপেসের নিচু ক্রস ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। পরের মিনিটে সুযোগ আসে বার্সেলোনার সামনে। বিপজ্জনক জায়গা থেকে ঠিকমতো শট নিতে পারেননি লুইস সুয়ারেস। ফিরতি বলে সের্হিও বুসকেতসের শট ডি-বক্সে প্রতিহত হয়।

বল নিয়ন্ত্রণে এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে সুযোগ তৈরিতে এগিয়ে ছিল বিলবাও। সফরকারীদের রক্ষণ ছিল দুর্দান্ত। দারুণ চেষ্টা করেও জমাট রক্ষণ ভাঙতে পারেননি লিওনেল মেসি-অঁতোয়ান গ্রিজমান।

দ্বিতীয়ার্ধেও সেই চিরচেনা ফুটবল খেলার চেষ্টায় ছিল বার্সেলোনা। বল দখলে রেখে আক্রমণে ওঠার প্রচেষ্টা। অধিকাংশ সময় বিলবাওয়ের সীমানাতেই বল ছিল; কিন্তু খেলায় ছিল না গতি। এর মাঝেই ৫৪তম মিনিটে দারুণ সুযোগ আসে বার্সেলোনার সামনে। বিপজ্জনক জায়গায় গ্রিজমানকে খুঁজে পান মেসি। এগিয়ে এসে ফরাসি ফরোয়ার্ডের শট ঠেকিয়ে দেন সফরকারী গোলরক্ষক।

দুই উইং দিয়ে কোনো আক্রমণ করতে পারছিল না বার্সেলোনা। বারবার মাঝ বরাবর দিয়ে আক্রমণে গিয়ে ভেস্তে যাচ্ছিল প্রতিপক্ষের জমাট রক্ষণে। ৬২তম মিনিটে মেসির ফ্রি কিকে সুযোগ পান আর্তুরো ভিদাল। কিন্তু বলে ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি তিনি।

খানিক পর মেসির ক্রসে আরেকটি সুযোগ নষ্ট করেন চিলির এই মিডফিল্ডার। বল ক্লিয়ার করতে পারেনি বিলবাও। মেসির কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন খানিক আগে মাঠে নামা রাকিতিচ।

এক বছরের বেশি সময় পর জালের দেখা পেলেন ক্রোয়াট এই মিডফিল্ডার। ৭১তম মিনিটের এই গোলে বিলবাওয়ের বিপক্ষে গোল খরা কাটাল বার্সেলোনা। দলটির বিপক্ষে স্প্যানিশ চ্যাম্পিয়নরা জালের দেখা পেল ৩৪৬ মিনিট পর। বজায় থাকল ১৯৮৫ সালের এপ্রিলের পর থেকে ঘরের মাঠে বিলবাওয়ের বিপক্ষে গোলের ধারা।

৮০তম মিনিটে একটুর জন্য জালের দেখা পাননি মেসি। তার শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি। ৮৯তম মিনিটে তার আরেকটি শট বিলবাওয়ের একজনের পায়ে লেগে বারের কাছ দিয়ে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত রাকিটিচের একমাত্র গোলই শিরোপার দৌড়ে টিকিয়ে রাখে বার্সেলোনাকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি